২৩ অক্টোবর ২০২৫

চান্দগাঁও থানার ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানায় দায়ের হওয়া গণধর্ষণ মামলার এজাহারভুক্ত পলাতক আসামি মো. মোবারক আলী (৩৭) কে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার মোবারক আলী লোহাগাড়া উপজেলার ঝাঁকুয়াবির পাড়ার বাসিন্দা মো. ইউসুফের ছেলে।

শুক্রবার (১১ জুলাই) দিবাগত রাতে লোহাগাড়া উপজেলার আমিরাবাদ এলাকায় র‌্যাব-৭ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

র‌্যাব-৭ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করা হয়। এতে বলা হয়, নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০২০)-এর ৯(৩) ধারায় করা একটি মামলার এজাহারভুক্ত পলাতক ৩ নম্বর আসামি মোবারক আলী লোহাগাড়া এলাকায় অবস্থান করছেন। গোপনে এমন তথ্যের ভিত্তিতে রাত সাড়ে ১১টার দিকে র‌্যাবের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য মোবারক আলীকে চান্দগাঁও থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন