চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, বসতঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছেন পশ্চিম বৈরাগ নেওয়াজ তালুকদারের বাড়ির গৃহিণী রুবি আকতার।
লিখিত অভিযোগে তিনি জানান, শুক্রবার (১১ জুলাই) সকাল ১১টার দিকে তার বসতঘরে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে প্রতিপক্ষ। এ সময় ঘরে কেউ না থাকায় নগদ দুই লাখ টাকা ও দুই ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ করেন তিনি।
অভিযোগে আরও বলা হয়, কিছুদিন আগে খেলার মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে তার ভাতিজার সঙ্গে বিবাদীদের ঝামেলা হয়। সেই ঘটনার জের ধরেই বৃহস্পতিবার আনোয়ারা থানায় একটি অভিযোগ দায়ের করে প্রতিপক্ষ। বিষয়টি নিয়ে সমঝোতার কথা থাকলেও শুক্রবার বাজারে যাওয়ার সুযোগে বিবাদীরা অতর্কিতভাবে হামলা চালায়। তারা ঘরের আসবাবপত্র, একটি স্মার্ট টিভি ভাঙচুর করে এবং ঘরে থাকা নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট করে নেয়।
এ বিষয়ে অভিযুক্ত আবুল বশর বলেন, “ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ঝামেলা হয়েছে। গতকাল স্কুল থেকে ফেরার পথে আমার ছেলেকে মারধর করা হয়। পরে উভয় পক্ষ স্থানীয় মেম্বার ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে একটি বৈঠকে বসে সমঝোতার সিদ্ধান্ত নিয়েছে। বিষয়টি যাচাই করে দেখতে হবে।”
ঘটনার বিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, “ফুটবল খেলাকে কেন্দ্র করে বৈরাগ ও হুন্দীপ পাড়ার দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষ থানায় পৃথক দুটি লিখিত অভিযোগ দিয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এআরই/এমএম/বাংলাধারা