২৩ অক্টোবর ২০২৫

চবি ছাত্রীকে ছাদে নিয়ে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত ছাত্রদলকর্মী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের এক ছাত্রের বিরুদ্ধে এক নারী শিক্ষার্থীকে ছাদে নিয়ে গিয়ে যৌন হয়রানি ও ধর্ষণের চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে। অভিযুক্ত শিক্ষার্থী আলমাস মাহফুজ রাফিদ, ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং চবি ছাত্রদলের সক্রিয় কর্মী।

ভুক্তভোগী শিক্ষার্থী গত ৯ জুলাই বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগ জমা দেন। অভিযোগপত্রে তিনি উল্লেখ করেন, অভিযুক্ত রাফিদ আলাপ করার কথা বলে তাকে পুরাতন কলার (ড. আব্দুল করিম ভবন) ছাদে নিয়ে যান। সেখানে হুমকি দিয়ে শারীরিক নির্যাতন করেন এবং ধর্ষণের চেষ্টা চালান।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নূরুল হামিদ বলেন, “অভিযোগটি যৌন নিপীড়ন প্রতিরোধ সেলে পাঠানো হয়েছে। তারা তদন্ত করে প্রতিবেদন দিলে বিষয়টি ডিসিপ্লিনারি কমিটিতে তোলা হবে। অভিযোগের সত্যতা মিললে যথাযথ প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।”

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, রাফিদ এর আগে চবি ছাত্রলীগের উপ-গ্রুপ ‘ভার্সিটি এক্সপ্রেস (ভিএক্স)’এর সঙ্গেও সম্পৃক্ত ছিলেন। তবে বর্তমানে তিনি ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত।

এ বিষয়ে চবি ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান বলেন, “আমি তার (রাফিদের) সঙ্গে ব্যক্তিগতভাবে পরিচিত নই। অভিযোগ যেহেতু উঠেছে, প্রশাসন তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে,এটাই প্রত্যাশা করি।”

ঘটনাটি জানাজানি হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের দাবি জানাচ্ছে বিভিন্ন শিক্ষার্থী ও সচেতন মহল।

এআরই/পিএন/বাংলাধারা

আরও পড়ুন