২৩ অক্টোবর ২০২৫

লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জে ৪জন অপহরণকারী গ্রেফতার 

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে এক ব্যক্তিকে প্রকাশ্যে অপহরণ, মারধর ঘটনার পর চন্দ্রগঞ্জ থানা পুলিশ গোপন সংবাদের মাধ্যমে ভুক্তভোগীকে উদ্ধার করেন এবং অপহরনকারী চক্রের চার’জনকে ঘটনাস্থলে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়জুল আজীম নোমান।

রবিবার ( ১৩ জুলাই) বিকেলে চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনের রাস্তায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় পরদিন ১৪ জুলাই চন্দ্রগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন ভুক্তভোগী শহিদুল ইসলাম (মামলা নং-১২)। মামলায় ৫জনকে আসামী করে অজ্ঞাত আরো ১০জন নাম উল্লেখ করা হয়েছে। শহিদুল ইসলাম নোয়াখালি পৌরসভার ৯নং ওয়ার্ডের আরিফ মিয়া রাজ বাড়ির মৃত আব্দুল কাদেরের ছেলে।

গ্রেদফতারকৃতরা হলেন—ওমর ফারুক (২৩), রুমান আহমেদ রতন (২২), সিফাত হোসেন (১৮), মো. অনিক (১৮) ও নজরুল ইসলাম (২৫)। গ্রেফতারকৃত ওমর ফারুক চন্দ্রগঞ্জ থানাধীন লতিফপুর গ্রামের মান্নান মাওলানার বাড়ির মৃত কবির হোসেনের ছেলে, রুমান আহমেদ রতন পাঁচপাড়া গ্রামের জমাদ্দার বাড়ির বশির আহম্মদের ছেলে, মো. সিফাত হোসেন ভৈবরনগর গ্রামের মোস্তফা মিয়ার নতুন বাড়ির আলাউদ্দিন হোসেনের ছেলে, মো. অনিক পটুয়াখালী জেলার গলাচিপা থানার পখিয়া গ্রামের মজনু মৃধার ছেলে (বর্তমানে সে লতিফপুরে শহীদের মুরগীর ফার্মে কাজ করে)।

ভুক্তভোগী শহিদুল ইসলাম জানান, ‘আমি চন্দ্রগঞ্জ গেলে পূর্বপরিকল্পিতভাবে থাকা একদল দুর্বৃত্তরা আমাকে গতিরোধ পর কিছু না বলেই অপহরণ করে নিয়ে যায়।’ এরপর চন্দ্রগঞ্জ থানার পুলিশ এসে আমাকে উদ্ধার করেন এবং ঘটনাস্থলে চারজনকে গ্রেফতার করেন।

এ বিষয়ে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়জুল আজীম জানান, ঘটনার পরপরই পুলিশ দ্রুত পদক্ষেপ গ্রহণ করে ভুক্তভোগীকে উদ্ধার করেন এবং তার কাছ থেকে নেওয়া মোবাইল, মানিব্যাগ উদ্ধার করা হয়। ঘটনাস্থলে থাকা চারজনকে গ্রেফতার করতে সক্ষম হয়। আসামীদের আদালতে পেরন করা হয়েছে। মামলার বাকি আসামীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

 

বাংলাধারা/এফইএমএফ

আরও পড়ুন