রাঙ্গুনিয়ায় ছাত্রী নিপীড়নে অভিযুক্ত সেই শিক্ষককে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
মঙ্গলবার (১৫ জুলাই) চট্টগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এস.এম. আবদুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়। অভিযুক্ত শিক্ষকের নাম বদিউল আলম। তিনি উপজেলার সন্দ্বীপপাড়া রহম আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত শিক্ষক বদিউল আলম বিদ্যালয়ের এক চতুর্থ শ্রেণির ছাত্রীকে যৌন হয়রানি করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে শুরুতে তাকে শুধু পাঠদান থেকে বিরত রাখা হয়। তবে যথাযথ শাস্তিমূলক পদক্ষেপ না নেওয়ায় অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে অসন্তোষ দেখা দেয়।
বিষয়টির প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে বদিউল আলমকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়।
শিক্ষার্থীর পরিবার ও এলাকাবাসী জানিয়েছেন, এ ঘটনায় তারা ক্ষুব্ধ ও মর্মাহত। অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে দ্রুত ও কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবিও জানিয়েছেন তারা।চট্টগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্র জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে। পরবর্তী প্রশাসনিক সিদ্ধান্ত তদন্ত প্রতিবেদন অনুযায়ী নেওয়া হবে।