রাঙ্গুনিয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। তার নাম ইজান (৩)। সে কুয়েত প্রবাসী রাজিব হায়দার বাবুলের একমাত্র ছেলে।
গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার নোয়াগাঁও গ্রামে এ ঘটনাটি ঘটেছে।
জানা যায়, উপজেলার সরফভাটা ইউনিয়নের ভূমিরখীল গ্রামের প্রবাসী রাজিব হায়দার বাবুলের স্ত্রী ও তার সন্তান নোয়াগাঁও বেড়াতে যায়। সকলের অগোচরে নানার বাড়ির পাশের পুকুরে ইজান পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নেওয়া হলে মৃত ঘোষণা করা হয়।
রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম শিফাতুল মাজদার বলেন, “এ ঘটনার ব্যাপারে আমাদের কেউ কিছুই জানায়নি। খোঁজখবর নেওয়া হবে।”