চট্টগ্রাম নগরের এলাকায় মঙ্গলবার (১৫ জুলাই) দিবাগত রাত আড়াইটার দিকে সড়ক দুর্ঘটনায় এক অজ্ঞাতনামা মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. আশেক।
তিনি বলেন, ‘অজ্ঞাত একটি যানবাহনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। পরে পথচারীরা উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে আসলে পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
তিনি আরও বলেন, ‘নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। পরিচয় শনাক্তে প্রয়োজনীয় প্রক্রিয়া চলছে।’