২৩ অক্টোবর ২০২৫

টাইগারপাস মোড়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

চট্টগ্রাম নগরের  এলাকায় মঙ্গলবার (১৫ জুলাই) দিবাগত রাত আড়াইটার দিকে সড়ক দুর্ঘটনায় এক অজ্ঞাতনামা মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. আশেক।

তিনি বলেন, ‘অজ্ঞাত একটি যানবাহনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। পরে পথচারীরা উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে আসলে পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

তিনি আরও বলেন, ‘নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। পরিচয় শনাক্তে প্রয়োজনীয় প্রক্রিয়া চলছে।’

আরও পড়ুন