কক্সবাজারের আলোচিত শফি ডাকাত বাহিনীর অন্যতম সদস্য ও একাধিক মামলার আসামি রুবেল (২৭) কে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করেছে র্যাব-১৫। মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে টেকনাফের হ্নীলা ইউনিয়নের পশ্চিম লেদা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া রুবেল হ্নীলা ইউনিয়নের পশ্চিম লেদা ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আব্দুল গফুরের ছেলে। র্যাবের তথ্য অনুযায়ী, সে বহুদিন ধরে শফি ডাকাতের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে বিভিন্ন অপরাধে জড়িত ছিল।
গোয়েন্দা সূত্রের তথ্যের ভিত্তিতে র্যাব জানতে পারে কুখ্যাত শফি ডাকাত তার সহযোগীদের নিয়ে স্থানীয় ডাকাত খালেকের বাড়িতে বসে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা টানা তিন ঘণ্টাব্যাপী এলাকায় অভিযান চালান। র্যাবের উপস্থিতি টের পেয়ে শফি ও তার বাহিনীর সদস্যরা গুলি ছুড়ে পালিয়ে যায়। তবে র্যাব সদস্যরা ধাওয়া দিয়ে রুবেলকে অস্ত্রসহ আটক করতে সক্ষম হয়।
অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে ১টি শটগান, ৩টি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র (লোকাল গান), ১২ রাউন্ড তাজা গুলি, ৪২টি খালি কার্তুজ এবং ২টি স্মার্টফোন উদ্ধার করা হয়।
র্যাব জানায়, স্থানীয়দের তথ্য অনুযায়ী শফি ডাকাত বর্তমানে আব্দুল খালেকসহ একাধিক সহযোগীকে নিয়ে একটি নতুন ডাকাত চক্র গঠন করেছে। এই চক্রটি টেকনাফের পাহাড়ি ও সমতল এলাকায় চাঁদাবাজি, অপহরণ, মুক্তিপণ আদায় ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধ চালিয়ে আসছে।
শফি ডাকাতের বিরুদ্ধে টেকনাফসহ বিভিন্ন থানায় অপহরণ, হত্যা, অস্ত্র, মারামারি ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মোট ১৭টি মামলা রয়েছে বলে জানিয়েছে র্যাব।
র্যাব-১৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসান জানান, “গ্রেপ্তারকৃত আসামিকে জব্দকৃত অস্ত্র ও গুলিসহ থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।