২৩ অক্টোবর ২০২৫

পুকুর ঘাটে মিললো অস্ত্র ও গুলিসহ নগদ টাকা

চট্টগ্রামের আনোয়ারায় বিশেষ অভিযান চালিয়ে পুকুর ঘাটের নিচ থেকে দুইটি দেশীয় অস্ত্র ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। এসময় আব্দুল মজিদ (৪২) নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। আব্দুল মজিদ বরুমচড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মৃত মুসলিম আহমদ চৌধুরীর ছেলে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) ভোর ৬টার দিকে বরুমচড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মুসলিম রেন্জারের বাড়ির থেকে এসব নগদ টাকা ও অস্ত্র উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পুকুরে ঘাটের নিচ থেকে ১টি দেশীয় এলজি, ১টি তুর্কির তৈরি একনলা বন্দুক, ৮ রাউন্ড কার্তুজ, অস্ত্র তৈরির সরঞ্জাম ও নগদ ৩ লাখ ৬৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরও পড়ুন