২৩ অক্টোবর ২০২৫

চলমান মিরসরাই’র আয়োজনে লেখক, পাঠক ও সুধী সমাবেশ 

মিরসরাইয়ের আঞ্চলিক পত্রিকা চলমান মিরসরাই-এর আয়োজনে লেখক, পাঠক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) বিকেলে উপজেলা সম্মেলন কক্ষে এ সমাবেশের আয়োজন করা হয়।

চলমান মিরসরাই’র প্রতিষ্ঠাতা সম্পাদক মনজুরুল হকের সভাপতিত্বে ও সম্পাদক এম মাঈন উদ্দিনের সঞ্চালনায় আয়োজিত এ সুধী সমাবেশে লেখক, পাঠক, সাংবাদিক, সংগঠক, রাজনীতিবিদসহ মিরসরাই জনপদের উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সুধী সমাবেশে বক্তারা বলেন, সংবাদপত্র হলো জাতির দর্পণ। সমাজের যে কোনো অনিয়ম, দুর্নীতি সংবাদপত্রের মাধ্যমেই আমরা জানতে পারি। প্রশাসনও সংবাদপত্রে প্রকাশের পর যে কোনো সমস্যা সমাধানে তৎপর হন। সত্য সংবাদ পরিবেশন করে চলমান মিরসরাই দীর্ঘ ২১ বছর ধরে এ জনপদকে সেবা দিয়ে আসছে।

চলমান মিরসরাই সংবাদকর্মী তৈরির আঁতুড়ঘর। এই পত্রিকা থেকে অনেকে দেশ-বিদেশের বিভিন্ন গণমাধ্যমে কাজ করছেন। এ সময় তারা এমন একটি প্রকাশনা সৃষ্টির জন্য প্রতিষ্ঠাতা সম্পাদক মনজুরুল হককে বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন।

সমাবেশে বক্তব্য রাখেন:মিরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন,মিরসরাই উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শাহীদুল ইসলাম চৌধুরী,সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন,সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর,মিরসরাই থানা জামায়াতের আমির নুরুল কবির,মিরসরাই উপজেলা জামায়াতের সাবেক আমির নুরুল করিম,বিশিষ্ট শিক্ষাবিদ ও নজরুল গবেষক ড. মুহাম্মদ কামাল উদ্দিন,অবসরপ্রাপ্ত কাস্টমস কর্মকর্তা কামরুল ইসলাম,অপকার নির্বাহী পরিচালক মো: আলমগীর,মিরসরাই প্রেসক্লাবের সভাপতি (ভারপ্রাপ্ত) নুরুল আলম,লেখক ও নাট্যকার মাঈন উদ্দিন আহমেদ চৌধুরী সেলিম,পাক্ষিক খবরিকা সম্পাদক মাহবুব পলাশ,মিরসরাই পৌর বিএনপির সাবেক সদস্য সচিব জাহিদ হোসাইন,কবি মাহমুদ নজরুল,জেবি উচ্চ বিদ্যালয় এর সহকারী প্রধান শিক্ষক সুভাস সরকার,কবি সাইফুদ্দিন মীর শাহীন,দৈনিক সমকাল-এর মিরসরাই প্রতিনিধি বিপুল দাশ,চলমান মিরসরাই’র প্রধান সম্পাদক এমএস হোসাইন,মিরসরাই উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক নিজামী,সিনিয়র সাংবাদিক আবু সুফিয়ান,চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক এস এম হারুন,শান্তিনীড় সভাপতি নিজাম উদ্দিন,সিনিয়র সহ-সভাপতি মু. দিদারুল আলম,জাগ্রত প্রতিভার সভাপতি গোলাম মুর্তজা,উদয়ন ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাকসুদুল আলম শাহীন,নয়াদালান-এর চেয়ারম্যান মুজাহিদুল ইসলাম,আদর্শ বন্ধু ফোরাম-এর সভাপতি দীন মোহাম্মদ,সোনালী স্বপ্নর প্রতিষ্ঠাতা সভাপতি মইনুল হোসেন টিপু,হিতকরির প্রতিষ্ঠাতা সভাপতি শহিদুল ইসলাম রয়েল,স্বেচ্ছাসেবী জামশেদ আলম তপু,প্রজন্ম মিরসরাই-এর সাবেক সভাপতি আব্দুর রহিম।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন:কালের কণ্ঠ-এর মিরসরাই প্রতিনিধি এম আনোয়ার হোসেন,আলোকিত বাংলাদেশ প্রতিনিধি আবু সাঈদ ভূঁইয়া,এডভোকেট নাজমুল হাসান,মিরসরাই পৌর বিএনপির সদস্য শাহরিয়ার,চলমান মিরসরাই’র বার্তা সম্পাদক ও দৈনিক ইত্তেফাক মিরসরাই প্রতিনিধি মোহাম্মদ ইউসুফ,ভোরের দর্পণ মিরসরাই প্রতিনিধি আশরাফ উদ্দিন,সাংবাদিক সাহাবুদ্দিন রাশেদ,কালবেলা মিরসরাই প্রতিনিধি আজিজ আজহার,জনকণ্ঠ মিরসরাই প্রতিনিধি ফিরোজ মাহমুদ,চলমান মিরসরাই’র সহযোগী সম্পাদক ও সিবিএন টিভি ইউএসএ’র নিউজ ইনচার্জ আজমল হোসেন,দৈনিক পূর্বকোণ মিরসরাই প্রতিনিধি সাদমান সময়,ইনকিলাব মিরসরাই প্রতিনিধি ইমাম হোসেন,আজকের পত্রিকার মিরসরাই প্রতিনিধি সাফায়েত মেহেদী,বাংলাধারার মিরসরাই প্রতিনিধি শিহাব উদ্দিন শিবলু,সময়’র কণ্ঠস্বর-এর মিরসরাই প্রতিনিধি জাবেদ ভূঁইয়া,মিরসরাই কলেজ ছাত্রদল নেতা ইকবাল হোসেন প্রমুখ।

আরও পড়ুন