চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শহীদ মিনার চত্বরে রোববার (২০ জুলাই) দুপুর ১টায় ‘চবিয়ান দ্বীনি পরিবার’এর ব্যানারে অনুষ্ঠিত এক বিক্ষোভ সমাবেশে ব্লগার শফিউর রহমান ফারাবীর নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে শিক্ষার্থীরা। তিনি পদার্থবিজ্ঞান বিভাগের ২০০৫-০৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
সমাবেশে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সৈয়ব আহমেদ সিয়াম বলেন, “অভিজিৎ রায় হত্যাকাণ্ডে ফারাবী ভাইকে গ্রেপ্তার করা হলেও, তিনি এই ঘটনার সঙ্গে যুক্ত নন।এটি প্রমাণিত হওয়া সত্ত্বেও তাকে অন্যায়ভাবে আটক রাখা হয়েছে। রাজনৈতিক পরিচয়ের অভাবে তার পক্ষে কেউ কথা বলছে না।”
তিনি দেশবাসীর উদ্দেশ্যে বলেন, “এই নিরপরাধ মানুষের জন্য আওয়াজ তুলুন। জালিমদের নিরব প্রশ্রয় দিলে, একদিন জুলুম আপনার দোরগোড়ায়ও পৌঁছাবে।”
সমাবেশে আরবি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ও চবিয়ান দ্বীনি পরিবারের জিম্মাদার মো. আব্দুল্লাহ নয় দফা দাবি তুলে ধরেন, যার মধ্যে রয়েছে
১. শফিউর রহমান ফারাবীর নিঃশর্ত মুক্তি।২. শাহবাগ কেন্দ্রিক নাস্তিক গোষ্ঠী ও তাদের পৃষ্ঠপোষকদের সন্ত্রাসী ঘোষণা।
৩. প্রশাসনে থাকা পূর্ববর্তী সরকারের দোসরদের চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা।
৪. ইসলাম ও রাসুলুল্লাহ (সা.)কে অবমাননাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি।
৫. ফারাবীর মতো আর কাউকে যেন অন্যায়ভাবে জুলুমের শিকার না হতে হয় তা নিশ্চিত করা।
৬. সকল ইসলামপন্থী লেখক ও আলেমদের, যারা অন্যায়ভাবে আটক রয়েছেন, দ্রুত মুক্তি।
৭. ফারাবীসহ মজলুমদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলার তদন্ত ও ষড়যন্ত্রকারীদের বিচার।
৮. ধর্ম ও ইসলামের বিরুদ্ধে উসকানিমূলক কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা।
৯. চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ধর্মবিদ্বেষী ব্যক্তিদের স্থায়ী বহিষ্কার ও বিচার নিশ্চিত
বাংলাধারা/এফইএমএফ