অর্থের অভাবে থমকে গিয়েছিল অনার্স ফাইনাল পরীক্ষা দেওয়ার স্বপ্ন। কিন্তু সেই স্বপ্নকে আবার পথ দেখালো ‘উত্তরণ’চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটি মানবিক সংগঠন।
আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০১৯-২০ সেশনের এক শিক্ষার্থী নির্ধারিত সময়ের মধ্যে পরীক্ষার ফর্ম পূরণ করতে পারেননি আর্থিক সমস্যার কারণে। পরবর্তীতে স্পেশাল পরীক্ষার সুযোগ পেলেও, নতুন করে ক্যাম্পাসে ফেরা ও ফর্ম ফিলআপ করা হয়ে ওঠে দুঃসাধ্য,কারণ আবারও সামনে এসে দাঁড়ায় টাকার সমস্যা। থাকার ব্যবস্থা না থাকায় তিনি বাড়িতে চলে যান, আর ফিরে আসার মতো সামর্থ্যও ছিল না তার।
এই সংকটের মুহূর্তে তিনি ‘উত্তরণ’এর সঙ্গে যোগাযোগ করলে সংগঠনটি এগিয়ে আসে। ফর্ম ফিলআপ ও যাতায়াতের জন্য মোট ১০ হাজার টাকার আর্থিক সহায়তা দেয় তারা—যার মধ্যে ৭ হাজার টাকা ফর্ম ফিলআপের জন্য এবং ৩ হাজার টাকা যাতায়াত খরচ হিসেবে প্রদান করা হয়।
সহায়তা পাওয়া শিক্ষার্থী বলেন,
“আমি ভেবেছিলাম, সব শেষ হয়ে গেছে। কিন্তু এই সহায়তা আমার কাছে শুধু টাকা নয়,এটা ছিল ফিরে দাঁড়ানোর শক্তি। এখন আবার স্বপ্ন দেখার সাহস পাচ্ছি।”
সংগঠনটির সভাপতি সবুজ আহমেদ জানান,
“আমরা মনে করি, ছোট একটি সহায়তাও কারও জীবনে বিশাল পরিবর্তন আনতে পারে। একজন শিক্ষার্থীর স্বপ্ন যেন শুধু টাকার অভাবে না থেমে যায়,এই চেষ্টাই আমাদের সবসময় থাকে।”
‘উত্তরণ’ দীর্ঘদিন ধরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আর্থিক অসচ্ছল শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে আসছে। এই ঘটনাটি সেই মানবিক কর্মকাণ্ডের আরেকটি প্রমাণ।
সংগঠনের পক্ষ থেকে সমাজের সামর্থ্যবানদের প্রতি আহ্বান জানানো হয়েছে”আপনার একটু সহযোগিতা হয়তো একটি জীবন বদলে দিতে পারে। ‘উত্তরণ’-এর পাশে দাঁড়ান, যেন কেউ শুধু টাকার জন্য তার স্বপ্ন থেকে পিছিয়ে না পড়ে।”
বাংলাধারা/এফইএমএফ