ভয়াবহ দুর্ঘটনা:
রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয়েছে বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান। সোমবার (২১ জুলাই) দুপুরে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতের সংখ্যা:
শেষ খবর পাওয়া পর্যন্ত ১৯ জন নিহত হয়েছেন। এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল।
পাইলটের মৃত্যু:
বিমানটির পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর গুরুতর আহত অবস্থায় সিএমএইচ হাসপাতালে নেওয়া হলে বিকেল পৌনে ৪টার দিকে তিনি মৃত্যুবরণ করেন জানিয়েছেন আইএসপিআর।
আহতদের অবস্থা:
এ ঘটনায় আহত হয়েছেন শতাধিক মানুষ, যাদের বেশিরভাগই মাইলস্টোন কলেজের শিক্ষার্থী। গুরুতর দগ্ধদের জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার সময়কাল:
প্রশিক্ষণ বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে এবং মাত্র ১২ মিনিট পর, ১টা ১৮ মিনিটে, কলেজ ভবনের ওপর ভেঙে পড়ে।
দুর্ঘটনার স্থান:
উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনের ওপর সরাসরি বিধ্বস্ত হয় বিমানটি, ফলে ভবনের অংশবিশেষ ধসে পড়ে।
উদ্ধার তৎপরতা:
ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট উদ্ধার কাজে অংশ নেয়। পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীও যৌথভাবে উদ্ধার কাজে অংশ নেয়।
জাতীয় শোক:
এই হৃদয়বিদারক দুর্ঘটনায় ২২ জুলাই (মঙ্গলবার) এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার।
জরুরি হটলাইন:
আহতদের চিকিৎসা সহায়তার জন্য জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে একটি হটলাইন নম্বর চালু করা হয়েছে:
০১৯৪৯০৪৩৬৯৭