৭ ডিসেম্বর ২০২৫

শিক্ষার্থীদের তোপের মুখে শিক্ষা সচিব সিদ্দিক জুবাইর অপসারিত


তদন্ত কমিটি গঠনের আশ্বাস অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের

শিক্ষার্থীদের লাগাতার আন্দোলন ও দাবির মুখে অবশেষে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জুবাইরকে অপসারণ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম, যিনি জনপ্রশাসন বিষয়ক কমিটির সদস্যসচিব হিসেবেও দায়িত্ব পালন করছেন।

মাহফুজ আলম তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে জানান, “মাইলস্টোন ট্রাজেডি” নিয়ে পূর্ণাঙ্গ তদন্তের লক্ষ্যে শিগগিরই একটি কমিটি গঠন করা হবে। শিক্ষার্থীদের ছয় দফা দাবি সমন্বয় করেই এই তদন্ত কমিটি গঠিত হবে। এরই মধ্যে শিক্ষা সচিবকে অপসারণ করা হয়েছে বলেও জানান তিনি।

তথ্য উপদেষ্টা আরও লেখেন,

এর আগে, শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগসহ বিভিন্ন দাবিতে আন্দোলনে নামে শিক্ষার্থীরা। দুপুর সোয়া ২টার দিকে তারা বিক্ষোভ মিছিল নিয়ে সচিবালয়ের এক নম্বর গেইটের সামনে অবস্থান নেয়।

প্রচণ্ড উত্তেজনার মধ্যে বেলা সাড়ে ৩টার দিকে শিক্ষার্থীরা গেইট টপকে সচিবালয়ের ভেতরে ঢোকার চেষ্টা করে। এর আগে সচিবালয়ের সব গেট বন্ধ করে দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী লাঠিচার্জ ও গুলি চালায় বলে অভিযোগ ওঠে শিক্ষার্থীদের পক্ষ থেকে। এতে প্রায় পঞ্চাশজনের বেশি আহত হন।

শিক্ষার্থীদের দাবি মেনে শিক্ষা মন্ত্রণালয়ে কাঙ্ক্ষিত পরিবর্তন কতটা বাস্তবায়িত হবে তা এখন সময়ই বলে দেবে।

আরও পড়ুন