২৪ অক্টোবর ২০২৫

রিয়াজউদ্দিন বাজারে অভিজান : ৭ দোকানে জরিমানা ৪ লাখ ৩০ হাজার

চট্টগ্রাম নগরের রিয়াজুদ্দিন বাজারে আজ (২২ জুলাই) সকাল ১১টার দিকে অভিযান চালিয়েছে র‌্যাব-৭ এর একটি দল। শিশু খাদ্য, কসমেটিকস ও আমদানিকৃত বিভিন্ন পণ্যের বৈধতা যাচাই করতেই এ অভিযান চালানো হয় বলে জানিয়েছে র‌্যাব।

অভিযানে দেখা যায়, একাধিক দোকানে বিদেশি শিশু খাদ্য, চকলেট, দুধ ও প্রসাধনী বিক্রি হচ্ছে—কিন্তু এসব পণ্যের বৈধ আমদানির কাগজপত্র দেখাতে পারেননি ব্যবসায়ীরা। এমনকি কিছু দোকানে এমন পণ্যও পাওয়া গেছে, যেগুলো সরকারি অনুদানের অংশ হিসেবে “বিক্রয়ের জন্য নয়” চিহ্নযুক্ত থাকলেও তা প্রকাশ্যে বিক্রি করা হচ্ছিল।

অভিযান পরিচালনা করেন র‌্যাব-৭ এর কোম্পানি কমান্ডার মোহাম্মদ সাইফুর রহমান এবং র‌্যাব সদর দপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবু হাসান। অভিযানে মোট ৭টি দোকানকে ভোক্তা অধিকার লঙ্ঘন ও অবৈধ পণ্য বিক্রির অভিযোগে ৪ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

র‌্যাব জানিয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষা ও ভোক্তা অধিকার নিশ্চিত করতে তাদের এ ধরনের অভিযান চলমান থাকবে।

 

বাংলাধারা/এফইএমএফ

 

আরও পড়ুন