২৩ অক্টোবর ২০২৫

চবির মেধাবী সাবেক শিক্ষার্থী সুমনের জীবন সংকটে, বাঁচাতে দরকার সাহায্যের হাত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের গোল্ড মেডেলপ্রাপ্ত প্রাক্তন শিক্ষার্থী সুমন আহমেদ বর্তমানে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে।

মাত্র দুই মাস আগেও যে তরুণ বিশ্ববিদ্যালয়ের কনভোকেশনে গায়ে গাউন-টুপিতে ভবিষ্যতের স্বপ্ন বুনছিল, সেই সুমন এখন কিডনি জটিলতায় অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

২০১৫-১৬ সেশনের এই মেধাবী শিক্ষার্থী বর্তমানে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (পিজি হাসপাতাল) নেফ্রোলজি বিভাগে ভর্তি। চিকিৎসকদের ভাষ্যমতে, তার একটি কিডনি অস্বাভাবিকভাবে ছোট হয়ে গেছে এবং অপর কিডনিটিও ঠিকমতো কাজ করছে না। দিনে ১ লিটারের বেশি পানি পান নিষিদ্ধ, খাবারও সীমিত। এক মাসের ব্যবধানে তার শরীরের ওজন কমেছে প্রায় ২০ কেজি। পরিচিতরাও এখন চিনতে পারেন না সুমনকে।

চিকিৎসকরা জানিয়েছেন, দেশে সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হচ্ছে, তবে বায়োপসি করানো হলে জীবনের ঝুঁকি রয়েছে। তাই দ্রুত উন্নত চিকিৎসার জন্য তাকে দেশের বাইরে নিয়ে যাওয়ার প্রয়োজন। কিন্তু এত বড় অঙ্কের চিকিৎসা খরচ চালিয়ে যাওয়া সুমনের পরিবারের পক্ষে সম্ভব নয়।

স্বপ্ন দেখা এক মেধাবী তরুণের জীবন থেমে না যাক শুধুমাত্র টাকার অভাবে এই আকুতি থেকেই সুমনের বন্ধু ও শুভাকাঙ্ক্ষীরা তার পাশে দাঁড়ানোর অনুরোধ জানাচ্ছেন।

সাহায্য পাঠানোর জন্য তথ্য  Sumon Ahamed Dutch-Bangla Bank A/C: 3347348463648 New Eskaton Branch, Dhaka বিকাশ (Personal): 01626993136

আপনার একটি ছোট সাহায্য ফিরিয়ে দিতে পারে একটি তরুণ প্রাণ, একটি সম্ভাবনাময় ভবিষ্যৎ। সুমনের জীবনে আলো ফিরিয়ে আনতে পাশে থাকুন।

আরও পড়ুন