২৩ অক্টোবর ২০২৫

বঙ্গোপসাগরে ভেসে থাকা ১৮ জেলেকে জীবিত উদ্ধার করল নৌবাহিনী

বঙ্গোপসাগরে চারদিন ধরে ইঞ্জিন বিকল অবস্থায় ভেসে থাকা একটি মাছ ধরার ট্রলার ও এর ১৮ জন জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। উদ্ধার হওয়া ট্রলারটির নাম ‘হাবিবা’, যা ভোলা জেলার মনপুরা এলাকা থেকে মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে গিয়েছিল।

মঙ্গলবার (২২ জুলাই) বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘শহীদ ফরিদ’ কক্সবাজারের মহেশখালী থেকে ২৫ মাইল পশ্চিমে নিয়মিত টহলের সময় ভাসমান অবস্থায় ট্রলারটিকে দেখতে পায়। ট্রলারটি থেকে বিপদসংকেত পেয়ে নৌবাহিনী দ্রুত সেখানে ছুটে যায়।

পরে জানা যায়, ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় জেলেরা গত চারদিন ধরে গভীর সমুদ্রে আটকা পড়ে ছিলেন। দীর্ঘসময় খাবার ও বিশুদ্ধ পানির অভাবে তারা চরম দুর্দশায় ছিলেন। উদ্ধার অভিযানে নিয়োজিত নৌ সদস্যরা তাৎক্ষণিকভাবে জেলেদের খাদ্য, পানি ও জরুরি চিকিৎসা সহায়তা প্রদান করেন এবং ট্রলারটিকে নিরাপদে কুতুবদিয়া এলাকায় নিয়ে যান।

বর্তমানে উদ্ধার হওয়া ১৮ জন জেলেই সুস্থ আছেন। তারা নৌবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং নিরাপদে ফিরে যাওয়ার সুযোগ পাওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন।

বাংলাদেশ নৌবাহিনী দেশের সমুদ্রসীমায় নিরাপত্তা বিধান, চোরাচালান প্রতিরোধ, ব্লু-ইকোনমি সংরক্ষণ এবং জেলেদের নিরাপত্তা নিশ্চিতে নিয়মিতভাবে বিভিন্ন যুদ্ধজাহাজের মাধ্যমে বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় টহল পরিচালনা করছে, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরও পড়ুন