চট্টগ্রামের মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কায় জামান হোসেন (৩৪) নামে এক চালক নিহত হয়েছেন।
বুধবার (২৩ জুলাই) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চলমান সিএনজি ফিলিং স্টেশনের সামনে চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জামান হোসেন চট্টগ্রাম জেলার ভূজপুর থানার বাগানবাজার ইউনিয়নের সিকদারবিল গ্রামের মো. আইয়ুবের ছেলে। দুর্ঘটনার কারণে সড়কে প্রায় তিন কিলোমিটারে যানজট সৃষ্টি হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, একটি খোলা ট্রাক চট্টগ্রাম যাওয়ার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চলমান সিএনজি পাম্প এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সামনের ট্রাকের পেছনে ধাক্কা দেয়।
এ সময় ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে ট্রাকে আটকা পড়েন চালক। স্থানীয়রা এবং হাইওয়ে পুলিশ চালককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জোরারগঞ্জ হাইওয়ে থানার এসআই বোরহান উদ্দিন বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে আহত চালককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে ট্রাকগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসি। এই ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”
তিনি আরও বলেন, “দুর্ঘটনার কারণে সড়কে কিছুক্ষণ যানজট সৃষ্টি হয়। পরে তা স্বাভাবিক হয়ে যায়।”