সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে “বাংলাদেশি ফল উৎসব” অনুষ্ঠিত হয়েছে। প্রবাসে বাংলাদেশি ফলের বাজার, সুলভে দেশি ফল কেনার সুযোগ সৃষ্টির লক্ষ্যে দুবাইয়ের আবির বিজনেস অ্যাসোসিয়েশন এ উৎসবের আয়োজন করে।
রবিবার (২০ জুলাই) দুবাইয়ের একটি ইনডোর স্টেডিয়ামে আয়োজিত এই উৎসবে স্থান পায় বাংলাদেশে উৎপাদিত নানা রকমের ফল। অনুষ্ঠানে ফলের সমারোহ ছাড়াও আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
উৎসবের আহ্বায়ক ও বাংলাদেশ বিজনেস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আলহাজ ইয়াকুব সৈনিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেটের কমার্শিয়াল কাউন্সিলর আশীষ কুমার সরকার।
বিশেষ অতিথির বক্তব্য দেন জনতা ব্যাংক ইউএই-এর সিইও মোহাম্মদ কামরুজ্জামান, কমিউনিটি নেতা ইঞ্জিনিয়ার মোহাম্মদ সালাউদ্দিন এবং বাংলাদেশ বিজনেস অ্যাসোসিয়েশনের সভাপতি জুলফিকার ওসমান।
প্রধান অতিথি আশীষ কুমার সরকার বলেন, বিদেশে মৌসুমি ফল উৎসবের ধারাবাহিকতা রাখা গেলে ভিনদেশিদের কাছে দেশি ফলের পরিচিতি আরও বাড়বে। তিনি সবার সহযোগিতায় ভবিষ্যতে আরও বড় পরিসরে ফল উৎসব আয়োজনের কথা বলেন।
সাংবাদিক কামরুল হাসান জনি ও তন্বী সাবরিনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কমিউনিটি নেতা আলহাজ শরাফাত উল্লাহ, আজমান বাংলাদেশ সমিতির সভাপতি আব্দুল কুদ্দুস, শারজাহ বাংলাদেশ সমিতির সিনিয়র সহ-সভাপতি শাহাদাত হোসেন, উম্ম আল কোয়াইন সামাজিক সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি মুজিবুর রহমান প্রমুখ।
উৎসবে ২৫ জন সাংবাদিক ও আটজন শিল্পীকে বিশেষ সম্মাননা দেওয়া হয়। এতে সাংবাদিক নেতা, শিল্পী সমিতি ও লেডিস ক্লাবের সদস্য এবং আমিরাতের বিভিন্ন প্রদেশ থেকে আসা বাংলাদেশিরা অংশ নেন।