২৩ অক্টোবর ২০২৫

চট্টগ্রামে ২৬ দিনব্যাপী মশক নিধন ‘ক্রাশ প্রোগ্রাম’ শুরু

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের নির্দেশে নগরবাসীকে মশার উপদ্রব থেকে মুক্ত রাখতে শুরু হয়েছে ২৬ দিনব্যাপী মশক নিধনের ‘ক্রাশ প্রোগ্রাম’।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (তারিখ উল্লেখযোগ্য) দক্ষিণ খুলশী ১ নম্বর রোডের একটি মসজিদ চত্বর থেকে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন বিভাগীয় কর্মকর্তা কমান্ডার ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী, মশক ও ম্যালেরিয়া নিয়ন্ত্রণ কর্মকর্তা শরিফুল হক মাহি এবং মেয়রের একান্ত সচিব মারুফুল হক চৌধুরী। এছাড়াও সিটি কর্পোরেশনের অন্যান্য পরিচ্ছন্ন কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এই ক্রাশ প্রোগ্রামের আওতায় প্রতিদিন বিভিন্ন ওয়ার্ডে লার্ভা ধ্বংস ও ওষুধ ছিটানোর মাধ্যমে মশা নিয়ন্ত্রণ কার্যক্রম চলবে। সিটি কর্পোরেশনের কর্মকর্তারা জানান, নগরবাসীর সচেতনতা ও সহযোগিতার মাধ্যমেই এই উদ্যোগ সফল করা সম্ভব।

বাংলাধারা/এফ্রইএমএফ

আরও পড়ুন