চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের নির্দেশে নগরবাসীকে মশার উপদ্রব থেকে মুক্ত রাখতে শুরু হয়েছে ২৬ দিনব্যাপী মশক নিধনের ‘ক্রাশ প্রোগ্রাম’।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (তারিখ উল্লেখযোগ্য) দক্ষিণ খুলশী ১ নম্বর রোডের একটি মসজিদ চত্বর থেকে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন বিভাগীয় কর্মকর্তা কমান্ডার ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী, মশক ও ম্যালেরিয়া নিয়ন্ত্রণ কর্মকর্তা শরিফুল হক মাহি এবং মেয়রের একান্ত সচিব মারুফুল হক চৌধুরী। এছাড়াও সিটি কর্পোরেশনের অন্যান্য পরিচ্ছন্ন কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এই ক্রাশ প্রোগ্রামের আওতায় প্রতিদিন বিভিন্ন ওয়ার্ডে লার্ভা ধ্বংস ও ওষুধ ছিটানোর মাধ্যমে মশা নিয়ন্ত্রণ কার্যক্রম চলবে। সিটি কর্পোরেশনের কর্মকর্তারা জানান, নগরবাসীর সচেতনতা ও সহযোগিতার মাধ্যমেই এই উদ্যোগ সফল করা সম্ভব।
বাংলাধারা/এফ্রইএমএফ