২৩ অক্টোবর ২০২৫

আনোয়ারায় মোবাইল কোর্ট অভিযানে ভোক্তা ও পরিবেশ সংরক্ষণ আইনে জরিমানা

চট্টগ্রামের আনোয়ারায় উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিবেশ দূষণ রোধ এবং মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব তাহমিনা আক্তারের নেতৃত্বে চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের তত্ত্বাবধানে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে উপজেলার পিএবি সড়কের কর্ণফুলী টানেল এলাকায় হাইড্রোলিক হর্ণ ব্যবহারকারী ৪টি বাস থেকে ৬টি অবৈধ হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয় এবং বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর সংশ্লিষ্ট ধারায় ৪টি মামলায় ৪ জনকে ৭,০০০/- টাকা জরিমানা করা হয়।

পরে চাতরী চৌমুহনী বাজারে অভিযান চালিয়ে ২টি দোকানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

মোবাইল কোর্টে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়ের পরিদর্শক মুহাম্মদ মঈনুদ্দীন ফয়সল, আনোয়ারা উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এবং আনসার সদস্যরা।

এ বিষয়ে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার বলেন, “পরিবেশ সুরক্ষা ও শব্দদূষণ নিয়ন্ত্রণে আনতে ৪টি বাসে জরিমানা করা হয় এবং দুটি দোকানে ভোক্তা আইনে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

আরও পড়ুন