চট্টগ্রাম নগরের বন্দর, ইপিজেড ও পতেঙ্গা এলাকার দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনের দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগী এলাকাবাসী। বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল থেকে সল্টগোলা ও সিমেন্ট ক্রসিং এলাকায় সচেতন নাগরিক সমাজের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে অংশ নেন নগরীর ৩৮, ৩৯ ও ৪০ নম্বর ওয়ার্ডের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, মসজিদের ইমাম, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যসহ বিপুলসংখ্যক সাধারণ মানুষ।
বক্তারা বলেন, “প্রতিদিন বন্দর, ইপিজেড ও পতেঙ্গা এলাকার প্রায় ১০ লাখ মানুষ অসহনীয় যানজটের কারণে দুর্বিষহ জীবনযাপন করছেন। এর প্রভাব পড়ছে চট্টগ্রাম সমুদ্রবন্দর, সিইপিজেড শিল্প এলাকা, পতেঙ্গা আন্তর্জাতিক বিমানবন্দর ও জ্বালানি খাতের ওপর। যার ফলে দেশের অর্থনীতি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।”
এলাকাবাসীর দাবির মধ্যে ছিল—সল্টগোলা ক্রসিং থেকে ইপিজেড পর্যন্ত সড়কের দুই পাশে গাড়ি পার্কিং নিষিদ্ধ করা, ফুটপাত দখলমুক্ত করা, অবৈধ হকার ও দোকান উচ্ছেদ, বন্দরের গাড়িগুলো নির্দিষ্ট নিয়মে প্রবেশ করানো এবং ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিক ও কার্যকর করা।
মানববন্ধনের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন মাওলানা সেলিম রেজা। সঞ্চালনায় ছিলেন ব্যাংকার নিজাম উদ্দিন মো. মামুন। স্বাগত বক্তব্য দেন হাজি মো. ফয়সাল। এছাড়াও বক্তব্য দেন ডা. নুরুল আলম, ডা. মো. ইমতিয়াজ, বন্দর থানা সিটিজেন ফোরামের সভাপতি হানিফ সওদাগর, ইপিজেড থানা সিটিজেন ফোরামের সভাপতি রোকন উদ্দিন প্রমুখ।
বাংলাধারা/ এফইএমএফ