২৩ অক্টোবর ২০২৫

চবিতে নতুন নিয়মে শিক্ষক নিয়োগ শুরু: থাকবে লিখিত, প্রেজেন্টেশন ও মৌখিক পরীক্ষা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) নতুন নীতিমালা অনুসারে শিক্ষক নিয়োগ কার্যক্রম শুরু হয়েছে। কেবল ভাইভা নয়, এবার থেকে তিনটি ধাপ লিখিত পরীক্ষা, ক্লাস প্রেজেন্টেশন ও মৌখিক পরীক্ষার মাধ্যমে নিয়োগ দেওয়া হবে।

বুধবার (২৪ জুলাই) সমাজবিজ্ঞান অনুষদের ইংরেজি বিভাগে শিক্ষক নিয়োগের মধ্য দিয়ে এ নতুন প্রক্রিয়ার বাস্তবায়ন শুরু হয়। এর আগে ৮ জানুয়ারি অনুষ্ঠিত ৫৫৮তম সিন্ডিকেট সভায় এই নিয়োগ পদ্ধতির অনুমোদন দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহিয়া আখতার বলেন, “আমরা এই নিয়োগ প্রক্রিয়া অব্যাহত রেখে মেধাবী, যোগ্য ও দায়িত্বশীল শিক্ষক নিয়োগে অঙ্গীকারবদ্ধ। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।”

উল্লেখ্য, এই নতুন ব্যবস্থায় ৫০ নম্বরের লিখিত পরীক্ষায় অন্তত ৬০ শতাংশ নম্বরপ্রাপ্ত প্রার্থীদেরই ক্লাস প্রেজেন্টেশন ও মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হচ্ছে।

আরও পড়ুন