২৩ অক্টোবর ২০২৫

চট্টগ্রামে রিং রোডে মাইক্রোবাসের ধাক্কায় তরুণ নিহত

চট্টগ্রাম নগরীর আউটার রিং রোডে তেল ফুরিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় দ্রুতগতির মাইক্রোবাসের ধাক্কায় প্রাণ হারিয়েছেন রোহান খান (১৮) নামের এক তরুণ। সংঘর্ষের তীব্রতায় তিনি রাস্তা থেকে ছিটকে প্রায় ২০ ফুট দূরে পড়ে যান।

মঙ্গলবার (৩০ জুলাই) বিকেলে পতেঙ্গা সংলগ্ন কেপিজেড গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

নিহত রোহান খান নগরের বন্দর থানার নারিকেল তলা এলাকার বাসিন্দা। রোহান মেম্বার কামাল আহমেদের ছেলে। রোহান দীর্ঘদিন ধরে মায়ের সঙ্গে নানা বাড়িতে থাকতেন। ছিলেন পরিবারের একমাত্র সন্তান।

পরিবার জানায়, রোহান ওইদিন দুপুরে বাইকের মবিল পরিবর্তনের জন্য ছোট এক সঙ্গীকে নিয়ে বড়পুল এলাকায় যান। ফেরার পথে বাইকের তেল শেষ হয়ে গেলে রাস্তার পাশে দাঁড়িয়ে বন্ধুদের ফোন করছিলেন তিনি। হঠাৎ পেছন দিক থেকে ছুটে আসা মাইক্রোবাস ধাক্কা দিলে তিনি ছিটকে পড়ে যান।

প্রত্যক্ষদর্শীরা জানান, “ধাক্কা লেগে রোহান প্রায় ২০ ফুট দূরে গিয়ে পড়ে। তখনও তার মুখে একটাই কথা ‘আম্মুকে ডাকো।’”

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুর পর হাসপাতালের বারান্দায় বসে কান্নায় ভেঙে পড়েন রোহানের মা।

এই মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে নারিকেল তলা ও ফকিরহাট এলাকায়। পরিচিতজনেরা বলছেন, রোহান ছিলেন শান্ত, ভদ্র এবং দায়িত্বশীল তরুণ। সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়েছে তার মৃত্যুর সংবাদ, বন্ধুরা জানাচ্ছেন শোক।

বন্দর থানার ওসি বলেন, “দুর্ঘটনার পর আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠাই। মাইক্রোবাসটির শনাক্তে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। আইনগত প্রক্রিয়া চলছে, মরদেহ ময়নাতদন্তের শেষে রোহানের দেহ মায়ের কাছেই পাঠানো হয়েছে।”

আরও পড়ুন