২৩ অক্টোবর ২০২৫

পুটিবিলায় সাপের কামড়ে কিশোরের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের দক্ষিণ সড়াইয়া এলাকায় সাপের কামড়ে মোহাম্মদ তাওসিফ (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

১ আগস্ট (শুক্রবার) রাত সাড়ে ৮টার দিকে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তাওসিফ পুটিবিলা দক্ষিণ সড়াইয়া রামবিলা এলাকার পল্লী চিকিৎসক মোহাম্মদ ইব্রাহীমের পুত্র।

তাওসিফের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে পুটিবিলা ৯নং ওয়ার্ড ইউপি সদস্য মোহাম্মদ পেয়ার মিয়া জানান, তাওসিফ তার ভাগিনা। সন্ধ্যা ৭টার দিকে ঘর থেকে উঠানে বের হলে বিষধর সাপ তাকে কামড় দেয়।

তাৎক্ষণিক স্বজনেরা তাকে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়। রাত ১০টার দিকে তার মরদেহ বাড়িতে নিয়ে আসা হয়।

লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সাজ্জাদ আমিন বলেন, সাপের কামড়ে আহত অবস্থায় তাওসিফ নামের এক কিশোরকে হাসপাতালে আনা হয়েছিল। তাকে যথাযথ চিকিৎসা দেওয়া হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।

তুমি চাইলে এটি আরও সংক্ষিপ্ত সংবাদ আকারেও সাজিয়ে দিতে পারি বা কোনো নির্দিষ্ট মিডিয়ার ফরম্যাটে তৈরি করে দিতে পারি।

আরও পড়ুন