২৩ অক্টোবর ২০২৫

আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সের পুকুর থেকে এক যুবকের লাশ উদ্ধার

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের পুকুর থেকে ডুবন্ত অবস্থায় ইয়াছিন (১৮) নামের এক যুবকের লাশ উদ্ধার করে আনোয়ারা ফায়ার সার্ভিসের একটি টিম।

রবিবার (০৩ আগস্ট) দুপুরে মেডিকেলের পুকুরে দীর্ঘ ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। পরবর্তীতে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জানা যায়, সে আনোয়ারা মেডিকেল পার্শ্ববর্তী মরিয়ম হোটেলের কর্মচারী। দীর্ঘ ৩ বছর যাবৎ ওই হোটেলের কর্মচারী হলেও তার নাম ছাড়া আসল স্থায়ী ঠিকানা বা পরিচয় পাওয়া সম্ভব হয়নি বলে জানান পুলিশ।

মরিয়ম হোটেলের মালিক মোহাম্মদ জাফর জানান, সে দীর্ঘ ৩ বছর আমার দোকানে কাজ করে। সকাল ১১টার দিকে হোটেল থেকে মেডিকেলের পুকুরে ইয়াছিন গোসল করতে যায়, অনেকক্ষণ পরে আরেক কর্মচারী পুকুরে গোসল করতে গিয়ে দেখে ইয়াছিনের মোবাইল ঘাটে পড়ে আছে।

তাকে পুকুরে দেখা যাচ্ছেনা বলে ওই কর্মচারী আমাদের খবর দিলে ঘটনাস্থলে গিয়ে আমরা খোঁজাখুঁজি করে না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে ডুবন্ত অবস্থায় পুকুর থেকে তাকে উদ্ধার করে।

এ বিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনির হোসেন জানান, আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুকুর থেকে ফায়ার সার্ভিসের একটি টিম এক যুবককে ডুবন্ত অবস্থায় মৃত উদ্ধার করে।

লাশ আনোয়ারা থানায় নিয়ে এসে সুরতহাল রিপোর্ট শেষে চট্টগ্রাম মেডিকেলে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। উক্ত যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

আরও পড়ুন