২৩ অক্টোবর ২০২৫

বিএসআরএম কারখানায় সশস্ত্র হামলা: ৫ জন গ্রেপ্তার

চট্টগ্রামের মীরসরাই উপজেলার জোরারগঞ্জ এলাকায় অবস্থিত বিএসআরএমের দুটি কারখানায় সম্প্রতি সংঘটিত সশস্ত্র হামলার ঘটনায় র‌্যাব-৭ এর একটি বিশেষ অভিযানে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন মো. তাজুল ইসলাম (৩০), মো. ইমন (২৬), মো. সাদেক হোসেন (৩০), মো. হাসান (২২) ও মো. মাহবুব (২৬)।

র‌্যাব-৭ সূত্রে জানা গেছে, গত ১ আগস্ট হক সাব নামক এক স্থানীয় চিহ্নিত সন্ত্রাসীর নেতৃত্বে ১৮-২০ জনের একটি সংঘবদ্ধ ডাকাতদল দেশীয় আগ্নেয়াস্ত্রসহ বিএসআরএম স্টিল রোলিং-২ ও স্টিল মেলটিং-২ কারখানায় আক্রমণ চালায়। হামলাকারীরা অফিসকক্ষ ও অন্যান্য স্থাপনায় ভাঙচুর চালিয়ে মূল্যবান যন্ত্রাংশ, নির্মাণসামগ্রী এবং নগদ অর্থ লুট করে।

এ সময় কারখানার দায়িত্বে থাকা কর্মকর্তা মো. শাহ আলম, নিরাপত্তাকর্মী মোরশেদ, ডাম্প ট্রাক চালক সোহাগসহ বেশ কয়েকজন শ্রমিককে মারধর করা হয়।

পরে অস্ত্রের মুখে নিরাপত্তাকর্মীদের জিম্মি করে কারখানা থেকে স্ক্র্যাপ লোহা, টিন ও নগদ অর্থ লুটে নেয় দুর্বৃত্তরা। হামলাকারীরা নিরাপত্তা বেষ্টনী নির্মাণ বন্ধ না করলে হত্যার হুমকিও দেয় এবং নির্দিষ্ট কয়েকজন নিরাপত্তাকর্মীর নাম ধরে তাদের খোঁজ করতে থাকে।

ঘটনার পর বিএসআরএম কারখানার ম্যানেজার মো. দেলোয়ার হোসেন মোল্লা জোরারগঞ্জ থানায় ৩২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১৫-২০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

মামলার পরিপ্রেক্ষিতে র‌্যাব-৭ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ৩ আগস্ট রাত ৮টা ১৫ মিনিটে চট্টগ্রাম শহরের কাজির দেউরি এলাকায় অভিযান চালিয়ে প্রথমে মো. তাজুল ইসলামকে গ্রেপ্তার করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আরও চারজনকে আটক করা হয়।

পরবর্তীতে ধৃতদের আইনানুগ ব্যবস্থার জন্য জোরারগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার এ আর এম মোজাফ্ফর হোসেন।

আরও পড়ুন