২৩ অক্টোবর ২০২৫

৮ম কিউখাই কারাতে প্রতিযোগিতায় কিক ফাইটারদের দুর্দান্ত সাফল্য

জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে বাংলাদেশ কারাতে ফেডারেশনের সহযোগিতায় এবং বাংলাদেশ সোতোকান কারাতে দো–কিউখাই (এসোসিয়েশন)-এর আয়োজনে গত ১ ও ২ আগস্ট মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় ৮ম সোতোকান কারাতে প্রতিযোগিতা-২০২৫।

উক্ত প্রতিযোগিতায় দেশের বিভিন্ন জেলা থেকে প্রায় ৬৫০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। চট্টগ্রাম থেকে অংশগ্রহণ করে বাংলাদেশ কিক ফাইটার কারাতে স্কুল–এর ৯ জন প্রতিযোগী, যারা ৪টি স্বর্ণ, ২টি রৌপ্য ও ২টি তাম্র পদক অর্জন করে গৌরবজনক সাফল্য অর্জন করেন।

পদকজয়ীরা হলেন:

স্বর্ণপদক

লুবাইনা মুনতাহা মাতিশা (১০–১১ বছর): কাতা ও কুমিতে – উভয় বিভাগে স্বর্ণ

অন্বেষা সুশীল: সিনিয়র মহিলা -৫০ কেজি বিভাগ

সামিউল হোসেন আয়াত: সিনিয়র পুরুষ -৬০ কেজি বিভাগ

রৌপ্যপদক

মুবাশ্বিরা আহমেদ (১০–১১ বছর): কাতা

ইনতিশার আদিব: ছেলে জুনিয়র -৬১ কেজি বিভাগ

তাম্রপদক

সৈয়দ ইরতিজা উল হুদা: ছেলে জুনিয়র -৬৮ কেজি

আবদুল্লাহ আল আবির: সিনিয়র -৬০ কেজি বিভাগ

দলের কোচ হিসেবে ছিলেন বাংলাদেশ কিক ফাইটার কারাতে স্কুল–এর চিফ কোচ শিহান এ বি রনি। টিম ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন সেনপাই রোকন উদ্দিন ও বিধান দাশ।

এই সাফল্যে কারাতে অঙ্গনে চট্টগ্রামের অবস্থান আরও সুদৃঢ় হলো বলে অভিমত সংশ্লিষ্টদের।

আরও পড়ুন