৫ আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ফটিকছড়ি থানা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য গণমিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে ফটিকছড়ি সরকারি কলেজ মাঠ থেকে মিছিল শুরু হয়ে বিবিরহাট বাজার প্রদক্ষিণ করে বাসস্টেশন এলাকায় এসে সমাবেশে রূপ নেয়। গণমিছিলে ব্যানার, ফেস্টুন ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। ফটিকছড়ির বিভিন্ন ইউনিয়ন থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
সমাবেশে থানা সেক্রেটারি ইউসুফ বিন সিরাজের সঞ্চালনায়, থানা জামায়াতের আমির নাজিম উদ্দিন ইমুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর চট্টগ্রাম উত্তর জেলা শাখার শূরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক রফিকুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “জুলাই অভ্যুত্থান ছিল দেশের ইতিহাসে এক কলঙ্কিত অধ্যায়। জনগণের মতামতের প্রতি অবজ্ঞা করে যেভাবে ক্ষমতা দখল করা হয়েছিল, তা গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ।”
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যক্ষ শহিদুল ইসলাম চৌধুরী, এজহারুল ইসলাম, অ্যাডভোকেট ইসমাইল গনি, মাওলানা নুরুল আলম আজাদ, প্রফেসর সেলিম উদ্দিন, গাজী মোহাম্মদ বেলাল উদ্দিন, মাওলানা আবুল কালাম আজাদ, মাওলানা তৈয়ব আলী নূরী, আবু জাফর মুহাম্মদ আলম ও সিরাজুল হকসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, দেশে অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে PR (Proportional Representation) ভিত্তিক ভোটব্যবস্থা চালু করা জরুরি। একই সঙ্গে চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে জনগণকে সোচ্চার হওয়ার আহ্বান জানান তারা।
এছাড়া জুলাই সনদ বাস্তবায়ন এবং জামায়াতে ইসলামীর ঘোষিত সাত দফা দাবির প্রতি সমর্থন জানিয়ে দেশবাসীকে আন্দোলনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান বক্তারা।