৫ই আগস্ট ঐতিহাসিক গণ অভ্যুদয়ের স্মরণে ফটিকছড়িতে বিজয় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৫ আগস্ট) ফটিকছড়ি উপজেলা ও নারায়ণহাট ইউনিয়ন বিএনপির যৌথ আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
কর্মসূচির শুরুতে একটি বিজয় র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নারায়ণহাটে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক অবসরপ্রাপ্ত কর্নেল আজিম উল্লাহ বাহার।
এ সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণহাট ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক কামাল উদ্দিন সিকদার, ভূজপুর থানা যুবদলের সদস্যসচিব শহীদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. আবছার, নারায়ণহাট ইউনিয়ন যুবদলের সভাপতি শামসুল আলম, সদস্যসচিব বাহাদুর আলম, আবু জাফর, ইয়াকুব চৌধুরী, শফিকুল ইসলাম, আবু তাহের, শাহ আলম মেম্বার, আবুল কালাম, মাহবুল আলম, আবছার সওদাগর, যুবদল নেতা আবদুর সওয়ার, বোরহান উদ্দিন, নেজাম উদ্দিন, মো. হেলাল, যিশু কুমার দেব, খোরশেদ, ইউনুছ, খলিল, শ্রমিকদলের সভাপতি ইদ্রিস আলম কালু, সাধারণ সম্পাদক আজিজ ইসলাম, ছাত্রদল নেতা আরিফুল ইসলাম, হাসান, নবী, আশরাফ, হালিম, রমজান আলীসহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, ৫ই আগস্টের গণ অভ্যুদয় ছিল একটি নির্ভীক প্রতিবাদ ও গণজাগরণের ইতিহাস। এই দিনটি আমাদের আন্দোলনের প্রেরণা হিসেবে কাজ করবে।