মিরসরাই প্রতিনিধি: মিরসরাইয়ের বারইয়ারহাট পৌর বাজারে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে মিরসরাই উপজেলা প্রশাসন।
বুধবার (৬ আগস্ট) দুপুর ১২টা থেকে ৫টা পর্যন্ত ৫ ঘণ্টাব্যাপী এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বারইয়ারহাট পৌরসভার প্রশাসক সোমাইয়া আক্তার। এ সময় সহযোগিতা করেন জোরারগঞ্জ থানা পুলিশ।
অভিযানে পৌর বাজারে ফুটপাত ও সড়ক দখল করে গড়ে ওঠা অবৈধ ৯টি প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৯৭ হাজার টাকা জরিমানা করা হয়।
পৌর বাজারের রামগড় রোড, রেললাইনের পশ্চিম পাশ, মহাসড়কের দুই পাশ, ট্রাফিক পুলিশ বক্সের আশপাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেয় উপজেলা প্রশাসন ও বারইয়ারহাট পৌরসভা কর্তৃপক্ষ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তার বলেন, “দীর্ঘদিন ধরে ফুটপাত ও সড়ক দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ রয়েছে।
আমরা তাদের নিজ দায়িত্বে মালামাল ও স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য মাইকিং করি। তারা এতে কোনো কর্ণপাত করেনি। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।”