চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পুলিশের গোপন সংবাদের ভিত্তিতে মদের কারখানার সন্ধান পেয়ে শনিবার রাতে অভিযান পরিচালনা করে আনোয়ারা থানা পুলিশ। অভিযানে ১১০ লিটার দেশীয় মদ এবং ৫০০ লিটার চোলাই মদ তৈরির সরঞ্জামসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
অভিযানটি পরিচালনা করা হয় আনোয়ারা থানা অফিসার ইনচার্জ (ওসি) মনির হোসেন ও সহকারী পুলিশ সুপারের নেতৃত্বে। দক্ষিণ বারশত এলাকার একটি নির্জন বাড়িতে অভিযান চালিয়ে মোঃ ইদ্রিছ আলীর পৈত্রিক বাড়ি থেকে অবৈধ মদ কারখানার সন্ধান পাওয়া যায়।
গ্রেফতারকৃতরা হলেন দক্ষিণ বারশত এলাকার ভোলা শাহ ফকিরের বাড়ির মোঃ জামাল (৩৫) ও একই এলাকার মোঃ পারভেজ (২৮)। অভিযানে জানা যায়, অপর একজন মোঃ জাহাঙ্গীর (৩০) পালিয়ে গেছে। তাকে দ্রুত গ্রেফতারের জন্য পুলিশের অনুসন্ধান অব্যাহত আছে।
আনোয়ারা থানার ওসি মনির হোসেন বলেন, “অভিযানে দেশীয় মদ ও মদ তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। যারা মাদক দ্রব্য তৈরির সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, “এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। সমাজে মাদক নির্মূলের লক্ষ্যে পুলিশ সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।”