বাংলাধারা প্রতিবেদন »
পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌছিয়ে দেয়ার জন্য সম্প্রতি অভিনব উদ্যোগ ‘হ্যালো ওসি’ কার্যক্রম শুরু করেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন। থানাধীন এলাকার বিভিন্ন স্থানে এ কার্যক্রম পরিচালনা করে পান ব্যাপক সাড়া। আসতে থাকে একের পর এক সাফল্য।
ওসি মহসিনের ‘হ্যালো ওসি’ সেবায় এখন আলো দেখছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।
বুধবার (১৭ জুলাই) মাসিক অপরাধ সভায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মাহাবুবর রহমান সিএমপির সকল থানার অফিসার ইনচার্জদের’কে “হ্যালো ওসি” কার্যক্রম শুরু করার নির্দেশ প্রদান করেন।
তিনি বলেন, পুলিশিং কার্যক্রমকে জনগণের দোরগোড়ায় পৌছে দিতে “হ্যালো ওসি” একটি ব্যতিক্রমী উদ্যোগ। এ উদ্যোগের আওতায় প্রতিটি থানা এলাকায় একটি বুথ স্থাপন করে স্ব স্ব ওসিগণ বুথে সরাসরি উপস্থিত থেকে এই কার্যক্রম পরিচালনা করার নির্দেশ দেন তিনি। পুলিশ কমিশনার বলেন, জনগণের আস্থায় যেতে “হ্যালো ওসি” একটি অনুকরণীয় উদ্যোগ। এই উদ্যোগের ব্যাপক সাড়া আমাকে আশান্বিত করেছে। তাই নগরীর ১৬ থানাতেই এই কার্যক্রম পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি আরো বলেন, সেবাপ্রার্থীরা সরাসরি ওসি’র সাথে কথা বলে সমাধানযোগ্য বিষয়গুলো তাৎক্ষণিকভাবেই সমাধান পাবেন। অন্যান্য আইনি সহায়তার বিষয়েও ওসিরা জনগণকে এখান থেকেই সরাসরি সহযোগিতা করবেন। যে সকল মানুষ থানায় আসতে ভয় পায় কিংবা সংকোচ বোধ করে এ সেবার মাধ্যমে তারা সরাসরি তাদের সমস্যার বিষয়ে অফিসার ইনচার্জ এর সাথে কথা বলে সাধারন ডায়েরী করা ও অন্যান্য আইনী সহায়তা দ্রুত পাবেন।
বাংলাধারা/এফএস/এমআর
 
				












