১ ডিসেম্বর ২০২৫

লক্ষ্মীপুরে অবৈধ ড্রেজার মেশিন জব্দ করল উপজেলা প্রশাসন

লক্ষ্মীপুর সদর উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধভাবে পরিচালিত দুটি ড্রেজার মেশিন জব্দ করেন লক্ষ্মীপুর সদর উপজেলা প্রশাসন।

রবিবার (১০ আগস্ট) দুপুরে সদর উপজেলার ১৭নং ভবানীগঞ্জ ইউনিয়নের ৩নং ওয়ার্ড, মিয়ার বেড়ি নামক স্থানে অভিযান পরিচালনা করে দুটি ড্রেজার মেশিন জব্দ করা হয়।

বাংলাদেশ সেনাবাহিনী ও ইউনিয়ন ভূমি অফিসের সহযোগিতায় উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করে।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামশেদ আলম রানা বলেন, বালু উত্তোলনকারীরা আশপাশের ফসলি জমির ক্ষতি করছেন মর্মে প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে বালু উত্তোলন বন্ধ করে পাইপ বিনষ্ট করা হয় এবং দুটি ড্রেজার মেশিন জব্দ করা হয়। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন