২৩ অক্টোবর ২০২৫

মিরসরাইয়ে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন

মিরসরাইয়ে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল মঙ্গলবার (১২ আগস্ট) উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে শ্রেষ্ঠ সংগঠক, শ্রেষ্ঠ উদ্যোক্তা, যুব সংগঠক পুরস্কারসহ সকল সংগঠনের নেতৃবৃন্দের কাছে গাছের চারা ও সনদপত্র বিতরণ করা হয়েছে।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. শাহ আলমের সভাপতিত্বে এবং স্বেচ্ছাসেবী সংগঠন আদর্শ বন্ধু ফোরামের সভাপতি দ্বীন মোহাম্মদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোমাইয়া আক্তার।

এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাবরিনা আক্তার লীনা, মহিলা বিষয়ক কর্মকর্তা মেহের আফরোজ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইসমাইল, একটি বাড়ি একটি খামারের ব্যবস্থাপক শাখাওয়াত হোসেন ইমুসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সবশেষে শ্রেষ্ঠ ৫টি সংগঠন ও শ্রেষ্ঠ ৫ জন উদ্যোক্তার মাঝে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়।

আরও পড়ুন