সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শুভ জন্মাষ্টমী আজ (শনিবার, ১৬ আগস্ট)। ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি উপলক্ষে দেশব্যাপী মন্দির ও আশ্রমগুলোতে চলছে নানান ধর্মীয় আয়োজন ও উৎসব।
ধর্মপ্রাণ মানুষের বিশ্বাস অন্যায় ও অশুভ শক্তির দমন এবং ন্যায়, সত্য ও মানবকল্যাণ প্রতিষ্ঠার জন্যই মহাবতার শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটে। তাঁর আদর্শ আজও সমাজে শান্তি, সাম্য ও ন্যায় প্রতিষ্ঠায় দিকনির্দেশনা হয়ে আছে।
শুভ জন্মাষ্টমী উপলক্ষে দেশবাসীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এক বাণীতে তিনি বলেন, ‘শ্রীকৃষ্ণ মানবপ্রেম, সত্য ও ন্যায়ের পক্ষে আজীবন সংগ্রাম করেছেন। তাঁর শিক্ষা সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও শক্তিশালী করবে।’
চট্টগ্রামে মহাশোভাযাত্রা ও কর্মসূচি
উৎসব উপলক্ষে শনিবার সকালে চট্টগ্রাম নগরের আন্দরকিল্লা মোড় থেকে বের করা হবে বর্ণাঢ্য মহাশোভাযাত্রা। উদ্বোধন করবেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম বীর প্রতীক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। আশীর্বাদ প্রদান করবেন পাঁচুরিয়া তপোবন আশ্রমের অধ্যক্ষ রবীশ্বরানন্দ পুরী মহারাজ। বিশেষ অতিথি থাকবেন সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।
এরপর রহমতগঞ্জের ঐতিহাসিক জেএম সেন হলে শুরু হবে দিনব্যাপী নানা আয়োজন। দুপুর ২টায় যুবসম্মেলন, বিকেল ৩টায় মাতৃসম্মেলন, বিকেল ৫টায় ধর্মমহাসম্মেলন ও সাধুসন্ত বৈষ্ণব সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন, বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম ও নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর।
রাত ৮টায় শুরু হবে মহানামযজ্ঞের শুভ অধিবাস। আগামী ১৭ ও ১৮ আগস্ট চলবে ষোড়শপ্রহরব্যাপী মহানাম সংকীর্ত্তন। প্রতিদিন দুপুর ও রাতে ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হবে।