বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী ও তার সুস্থতা কামনায় চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদল একটি দোয়া মাহফিলের আয়োজন করেছে।
অনুষ্ঠানটি শুক্রবার (১৫ আগস্ট) মাগরিবের পর দোস্ত বিল্ডিং দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের নেতা ইসমাইল বিন মনির, এবং সঞ্চালনা করেন জেলা ছাত্রদলের নেতা তারেক রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন সিনিয়র যুগ্ম আহবায়ক আলী আব্বাস, যুগ্ম আহবায়ক মিশকাতুল ইসলাম পাপ্পা, নুরুল আনোয়ার চেয়ারম্যান, রেজাউল করিম নেছার, সাইফুদ্দিন সালাম মিঠু, জহিরুল ইসলাম আলমগীর, কামরুল ইসলাম হোসেইনীসহ অন্যান্য জেলা ও উপজেলা ছাত্রদল নেতৃবৃন্দ।
প্রধান অতিথি লায়ন হেলাল উদ্দিন তার বক্তব্যে বলেন, “বেগম খালেদা ছিলেন একজন আপোষহীন নেত্রী। তার নেতৃত্বে দেশ ও জাতি সমৃদ্ধ হয়েছে। তার জন্মদিনে শুভেচ্ছা ও সুস্থতা কামনা করছি।”