চট্টগ্রামের বন্দর এলাকায় পুলিশের ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া মামলার প্রধান আসামি যুবলীগ নেতা শাকিলকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৬ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে তাকে চট্টগ্রামের চন্দনাইশ এলাকা থেকে আটক করা হয়। পরে বন্দর খালপাড় এলাকা থেকে হামলায় ব্যবহৃত ধারালো অস্ত্রও উদ্ধার করা হয়েছে।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বলেন, পুলিশের ওপর হামলা ও তাদের কাজে বাধা দেওয়ার অভিযোগে প্রধান আসামি সন্ত্রাসী শাকিলকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলছে।
প্রসঙ্গত, গত ১১ আগস্ট রাত সাড়ে ১১টার দিকে বন্দর সল্টগোলা ক্রসিং ঈশান মিস্ত্রি হাট খালপাড় এলাকায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল বের করে।
এ সময় মিছিলে নেতৃত্ব দেন স্থানীয় যুবলীগ নেতা শাকিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে উপ-পরিদর্শক (এসআই) আবু সাঈদ রানার ওপর সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে মাথা, গলা, হাত ও পেটে একাধিকবার আঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনার পর রাতেই পুলিশ অভিযান চালিয়ে ১৮ জনকে গ্রেপ্তার করে। এদের সবাই আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সক্রিয় কর্মী বলে জানায় পুলিশ।
পরদিন সন্ত্রাস দমন ও অস্ত্র আইনে দুটি মামলা করা হয়। এ ঘটনায় এখন পর্যন্ত মোট ৩১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।