চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় উত্তোলিত প্রায় ১৫ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়। পাশাপাশি বালু উত্তোলনে ব্যবহৃত একটি ড্রেজার মেশিন ও পাইপ ধ্বংস করা হয়।
সোমবার (১৮ আগস্ট) সকালে এ অভিযান পরিচালনা করেন ফটিকছড়ি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম।
তিনি জানান, উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের বাংলা বাজার সংলগ্ন বিবি ইটভাটার পাশে প্রভাবশালী মহল দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে।
খবর পেয়ে সেখানে অভিযান চালানো হলে বিপুল পরিমাণ বালু জব্দ করা হয় এবং উত্তোলনে ব্যবহৃত একটি মেশিন ও পাইপ ধ্বংস করা হয়।
জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত চলবে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।