৩১ অক্টোবর ২০২৫

বাকলিয়ায় বীট পুলিশিং সমাবেশে ২ মাদক ব্যবসায়ীর আত্মসমর্পন

বাংলাধারা প্রতিবেদন »

বাকলিয়া থানাধীন কালামিয়া বাজার দোতলা মসজিদ সংলগ্ন ৩৩নং বীট পুলিশের উদ্যোগে অনুষ্ঠিত সমাবেশে দুইজন মাদক ব্যবসায়ী আত্মসমর্পন করেন।

বৃহস্পতিবার (১৮ জুলাই) বেলা সাড়ে ১১ টার দিকে তারা আত্মসমর্পন করেন। আত্মসমর্পনকারীরা চট্টগ্রাম জেলার মৃত মনির আহাম্মদের ছেলে মোঃ আরাফাত (২৭) ও মোঃ হানিফের ছেলে মোঃ আবছার (২৫)।

বীট পুলিশিং সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাকলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দীন-পিপিএম। এছাড়া সভায় মুক্তিযোদ্ধা, সমাজসেবক, সুশীলসমাজ, গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ এলাকার সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন। উপস্থিত লোকজনের সামনে তারা আর কখনো মাদকের সাথে সম্পৃক্ত হবেন না বলে স্বীকার করেন।

বাংলাধারা/এফএস/এমআর/এসবি

আরও পড়ুন