২৩ অক্টোবর ২০২৫

কুতুবদিয়ায় পণ্যের বিনিময়ে মাদক পাচার: ৫০০ বস্তা আলু ও ফিশিং বোটসহ ১১ জন আটক

কক্সবাজারের কুতুবদিয়ায় পণ্যের বিনিময়ে মায়ানমার থেকে মাদক পাচারের সময় ৫০০ বস্তা আলু ও একটি ফিশিং বোটসহ ১১ জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

সোমবার (১৮ আগস্ট ২০২৫) দুপুরে কুতুবদিয়া থানার আলী আকবর ডেইল সংলগ্ন সমুদ্র এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন কুতুবদিয়ার টিম অভিযান চালিয়ে প্রায় ৬ লাখ ২৫ হাজার টাকা মূল্যের ৫০০ বস্তা আলু, পাচার কাজে ব্যবহৃত একটি ফিশিং বোট ও ১১ জন পাচারকারীকে আটক করে।

জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে যে, বাংলাদেশ থেকে নিত্যপ্রয়োজনীয় পণ্য মিয়ানমারের আরাকান আর্মির কাছে বিক্রি করে ইয়াবা-মদসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে দেশে ফিরিয়ে আনে। এছাড়া তারা বিভ্রান্তি সৃষ্টির জন্য কখনও আরাকান আর্মির হাতে ধরা পড়ার মিথ্যা তথ্য প্রচার করে থাকে।

কোস্ট গার্ড জানায়, জব্দকৃত আলু, বোট ও আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ভবিষ্যতেও মাদক ও অবৈধ পণ্য পাচার রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন