২৩ অক্টোবর ২০২৫

অবৈধ তত্ত্বাবধায়ক কমিটির সভা বর্জনের ঘোষণা দিলেন অধ্যাপক জাহাঙ্গীর চৌধুরী

চট্টগ্রাম ডায়াবেটিক সমিতির বৈধ নির্বাহী কমিটি বিদ্যমান থাকা অবস্থায় সমাজসেবা অধিদপ্তর কর্তৃক গঠিত তত্ত্বাবধায়ক বা অ্যাডহক কমিটি সম্পূর্ণ অবৈধ ও বেআইনি বলে দাবি করেছেন সমিতির সভাপতি অধ্যাপক জাহাঙ্গীর চৌধুরী।

তিনি বলেন, ২০২৪-২০২৮ মেয়াদের জন্য জীবন সদস্যদের প্রত্যক্ষ ভোটে গঠনতন্ত্র মোতাবেক নির্বাচিত কমিটিই বৈধ নির্বাহী কমিটি। তাই অন্য কোনো পক্ষ জোরপূর্বক তত্ত্বাবধায়ক কমিটি গঠন করে জরুরি সাধারণ সভা আহ্বান করতে পারে না। এ সভার কোনো বৈধতা নেই উল্লেখ করে তিনি সভা বর্জনের ঘোষণা দেন।

অধ্যাপক জাহাঙ্গীর চৌধুরী জানান, সমিতির ৫ হাজার ৫শ’ জীবন সদস্য, কর্মকর্তা-কর্মচারী ও বৈধ নির্বাহী কমিটির সদস্যরা আজকের এই অবৈধ সভা বর্জন করেছেন।

মঙ্গলবার (১৯ আগস্ট) নগরীর সিনিয়রস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমার বিরুদ্ধে যে অর্থ আত্মসাতের অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।

এ বিষয়ে আমি ইতিমধ্যেই মানহানির মামলা করেছি। তিলে তিলে ডায়াবেটিক সমিতির ছোট্ট হাসপাতালকে ডায়াবেটিক জেনারেল হাসপাতালে উন্নীত করেছি। এখানে আমার শ্রম, সময় ও অর্থ ব্যয় হয়েছে। অথচ বর্তমানে একটি দুষ্টচক্র মিথ্যা অপপ্রচার চালিয়ে আমাকে হয়রানি করছে।”

তিনি প্রিয় সাংবাদিকদের মাধ্যমে সরকারের প্রতি দাবি জানান, অবিলম্বে অবৈধ তত্ত্বাবধায়ক কমিটি বাতিল করে জীবন সদস্যদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত বৈধ নির্বাহী কমিটির হাতে দায়িত্ব ফিরিয়ে দিতে হবে।

পাশাপাশি যারা হাসপাতালবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হয়ে প্রতিষ্ঠানকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে তাদেরকে আইনের আওতায় আনার আহ্বান জানান তিনি।

আরও পড়ুন