চট্টগ্রাম বহিঃ নোঙর থেকে নিখোঁজ মোঃ আনোয়ার আজম (৪৫) এর মৃতদেহ উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট শাকিব মেহবুব মঙ্গলবার জানিয়েছেন, গত ১৭ আগস্ট রবিবার নবাব এন্ড কোম্পানির সুপার ভাইজার আনোয়ার আজম MV AMSTEL STORK জাহাজ থেকে সিঁড়ি নামার সময় দুর্ঘটনাক্রমে পানিতে পড়ে নিখোঁজ হন।
জাহাজ কর্তৃপক্ষ কোস্ট গার্ডকে সাহায্যের জন্য জানালে, পতেঙ্গা আউটপোস্টের উচ্চগতির বোট এবং সমুদ্রে অবস্থানরত জাহাজের সমন্বয়ে অনুসন্ধান অভিযান শুরু করা হয়। মঙ্গলবার দুপুর ২ টায় কোস্ট গার্ড উদ্ধারকারী দল আনোয়ার আজমের মৃতদেহ উদ্ধার করে।
মৃতদেহ পরিবারের নিকট হস্তান্তরের কার্যক্রম চলছে। লেফটেন্যান্ট শাকিব মেহবুব বলেন, ভবিষ্যতেও এ ধরনের উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।