২৪ অক্টোবর ২০২৫

মিরসরাইয়ে আইটি এজেন্সি ‘মার্কেটার্স ওয়েভ’ এর আনুষ্ঠানিক যাত্রা

চট্টগ্রামের মিরসরাইয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে আইটি সেবা প্রদানকারী এজেন্সি মার্কেটার্স ওয়েভ। শুক্রবার (২২ আগস্ট) বিকালে উপজেলার বারইয়ারহাট পৌরসভা এলাকায় নিজস্ব কার্যালয়ে ঘরোয়া আয়োজনের মধ্যে দিয়ে আনুষ্ঠানিক যাত্রার ঘোষণা দেওয়া হয়।

মিরসরাই ফ্রিল্যান্সার কমিউনিটির একদল উদ্যমী তরুণদের উদ্যোগে ফ্রিল্যান্সারদের গড়া প্রতিষ্ঠান মার্কেটার্স ওয়েভ।

উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আলী হাসান।

উদ্যোক্তারা জানান, উত্তর চট্টগ্রামে প্রযুক্তি শিক্ষায় নতুন সংযোজন হিসেবে আত্মপ্রকাশ করেছে মার্কেটার্স ওয়েভ। এই এজেন্সি আধুনিক প্রযুক্তি ও ডিজিটাল দক্ষতা অর্জনের জন্য একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে। প্রতিষ্ঠানটির লক্ষ্য শুধুমাত্র স্কিল ডেভেলপমেন্ট বা প্রযুক্তি শিক্ষা প্রদান নয়, বরং এমন একটি দক্ষ কমিউনিটি তৈরি করা, যারা গ্লোবাল ফ্রিল্যান্সিং মার্কেটে নিজেদের শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হবে।

তারা আরও জানান, মার্কেটার্স ওয়েভ মূলত আন্তর্জাতিক ব্যবসার জন্য বিভিন্ন ডিজিটাল সেবা প্রদান করছে। দেশ-বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের এপস, সফটওয়্যার থেকে শুরু করে ওয়ান-স্টপ সলিউশন সেবা পাওয়া যাবে এখানে। এর মধ্যে রয়েছে ফেসবুক মার্কেটিং, বিজ্ঞাপন বুস্টিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট এবং প্রফেশনাল ওয়েবসাইট তৈরিসহ আইটি সংক্রান্ত নানা কাজ।

মার্কেটার্স ওয়েভের উদ্যোক্তারা হলেন: জাহিদ শুভ, মোরশেদ উল আলম, আবদুল্লাহ আল মাহমুদ, আবদুর রহমান বাবু, মমিনুল হক, সুজল ভৌমিক, ওহিদুল ইসলাম, হোসাইন সাজ্জাদ, আবু বকর সিদ্দিক, ইশতিয়াক মাহমুদ ফাহাদ, আফজাল হোসেন সাকিব, মাইনুল ইসলাম, সেকান্দর বাদশাহ, ইমরান আহমেদ, যাদের হাত ধরেই আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে প্রতিষ্ঠানটি।

আরও পড়ুন