২৩ অক্টোবর ২০২৫

মিরসরাইয়ে সড়ক ও জনপদের জায়গা দখল করে সীমানা প্রাচীর নির্মাণ, ভাঙলো প্রশাসন

চট্টগ্রামের মিরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নে সড়ক ও জনপদ (সওজ) বিভাগের আওতাধীন মহাসড়ক-সংলগ্ন ভূমিতে অবৈধভাবে নির্মিত প্রায় ৫০ ফুট দৈর্ঘ্যের সীমানা প্রাচীর ভাঙা হয়েছে।

সোমবার (২৫ আগস্ট) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে সওজের এস.এ.ই. সাজ্জাদ হোসেন ও তার টিমসহ মিরসরাই থানা পুলিশ সহযোগিতা করেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন বলেন, “অভিযানকালে প্রায় ৫০ ফুট দৈর্ঘ্যের অবৈধ সীমানা প্রাচীর ভেঙে ফেলা হয়। একই সঙ্গে মহাসড়কের দুই পাশে অবৈধ দখল থেকে বিরত থাকতে স্থানীয়দের সচেতন করা হয়।”

তিনি আরও বলেন, “সড়ক অবৈধ দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

আরও পড়ুন