শাহীদুল ইসলাম চৌধুরী বলেন, গাছ মানুষের পরম বন্ধু। করোনাকালে অক্সিজেনের অভাবে বহু মানুষ প্রাণ হারিয়েছে, অথচ গাছ বিনামূল্যে প্রতিদিন অক্সিজেন সরবরাহ করে যাচ্ছে। তাই একটি ‘সেইফ মিরসরাই’ গড়ে তুলতে মিরসরাই উপজেলা জুড়ে ১ লাখ ঔষধি ও ফলজ গাছের চারা রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে।
বুধবার (২৭ আগস্ট) সকালে শাহীদুল ইসলাম চৌধুরীর উদ্যোগে উপজেলার সাহেরখালী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে একশ চারা রোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এরপর নিজ হাতে চারা রোপণের মাধ্যমে শাহীদুল ইসলাম চৌধুরী বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
জানা গেছে, গ্রীন ও সেইফ মিরসরাই গড়ার লক্ষ্যে ১ লাখ বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা রোপণের উদ্যোগ নিয়েছেন মিরসরাই উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শাহীদুল ইসলাম চৌধুরী।
এ কর্মসূচির অংশ হিসেবে সাহেরখালী উচ্চ বিদ্যালয়ে দ্বিতীয় ধাপে একশ চারা রোপণ সম্পন্ন হলো। এর আগে ১৫ আগস্ট খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকীতে বড়তাকিয়ায় ৮০টি বৃক্ষরোপণের মাধ্যমে এ কর্মসূচির সূচনা হয়। ধাপে ধাপে পুরো উপজেলায় বাকি গাছের চারা রোপণ করা হবে বলে জানান শাহীদুল ইসলাম চৌধুরী।
চারা রোপণ কর্মসূচিতে সাহেরখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.এইচ.এম মেছবাহুল হক, সহকারী প্রধান শিক্ষক মো. রেদোয়ান, সাবেক শিক্ষক আনোয়ার হোসেন, ১৬ নম্বর সাহেরখালী ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মাঈন উদ্দিন চৌধুরী, সাবেক যুগ্ম আহ্বায়ক মাস্টার ওসমান গণি, ১৪ নম্বর হাইতকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মেজবাউল আলম পারভেজ, ১৬ নম্বর সাহেরখালী ইউনিয়ন বিএনপি নেতা মোহাম্মদ আলী, আরিফুল হক, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সম্পাদক সালাউদ্দিন আরিফ, জিয়া স্মৃতি সংসদ সাহেরখালী শাখার সাবেক সভাপতি মনজুর আলম রহমান, ১৬ নম্বর সাহেরখালী ইউনিয়ন বিএনপি নেতা জাহেদ চৌধুরী, ফারুক চৌধুরী, উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক এস. এম. হারুন, ১৬ নম্বর সাহেরখালী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক নুর উদ্দিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহাজাহান ভূঁইয়া খোকন, যুগ্ম আহ্বায়ক শাহাদাৎ খান, মিরসরাই পৌরসভা যুবদল নেতা মো. সোহেল, ইউনিয়ন যুবদল নেতা শেখ জাহিদ, মহিন, সাইফুল, বাদশা, সাজিদ, ১৬ নম্বর সাহেরখালী ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক জাহিদ হাসান, শ্রমিক দল নেতা মোশাররফ, ছাত্রদল নেতা তারেক, তুহিনসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।













