চট্টগ্রাম নগরীর রিয়াজউদ্দিন বাজারের রহমতুন্নেছা রোড এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে আচার উৎপাদনের অভিযোগে মেসার্স নাছির ব্রাদার্স ও আজমির ট্রেডিং নামের দুই কারখানাকে ভ্রাম্যমাণ আদালত ৩ লাখ টাকা জরিমানা করেছে। বুধবার অভিযানে পচা তেঁতুল ও বরই দিয়ে আচার তৈরিসহ বিভিন্ন অনিয়ম ধরা পড়ে।
জেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উদ্যোগে এই অভিযান পরিচালনা করা হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস জানান, নিরাপদ খাদ্য আইনে মেসার্স নাছির ব্রাদার্সকে দুই লক্ষ টাকা এবং আজমির ট্রেডিংকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য অফিসার মুহাম্মদ মুনতাসির মাহমুদ, নিরাপদ খাদ্য পরিদর্শক ইয়াসিনুল হক চৌধুরী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের একটি টিম।