২৩ অক্টোবর ২০২৫

ফটিকছড়িতে পুলিশের কাছ থেকে অস্ত্রধারী ছিনতাই

চট্টগ্রামের ফটিকছড়িতে মব সৃষ্টি করে পুলিশের কাছ থেকে এক অস্ত্রধারী যুবককে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেল ৩টার দিকে ফটিকছড়ি পৌরসভার ৪নং ওয়ার্ডের চৌমুহনী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বেলাল নামে এক ব্যক্তির সঙ্গে শাকিল নামে এক যুবকের জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফটিকছড়ি থানার এসআই রাজ্জাক ও

এএসআই মাহবুব সরোয়ার ঘটনাস্থলে পৌঁছান। এসময় পুলিশ শাকিলের কোমরে অস্ত্রসদৃশ কিছু দেখতে পেয়ে তাকে আটক করতে চাইলে শাকিল কৌশলে দৌড়ে স্থানীয় একটি টেইলার্সের দোকানে ঢুকে পড়ে।পরে পুলিশ তার মায়ের কাছ থেকে অস্ত্রটি উদ্ধার করে।

এরপর শাকিল ও তার মাকে থানায় নিয়ে যাওয়ার সময় কয়েকজন যুবক মব সৃষ্টি করে পুলিশের ওপর চড়াও হয়ে শাকিলকে ছিনিয়ে নেয় এবং দ্রুত পালিয়ে যায়।

খবর পেয়ে ফটিকছড়ি থানার ওসি নুর আহমদ অতিরিক্ত পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌঁছালেও ততক্ষণে শাকিল ও তার সহযোগীরা পালিয়ে যায়।

ওসি নুর আহমদ বলেন, “ঘটনার সময় পুলিশের উপস্থিতিতে শাকিলের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। অস্ত্রধারীকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।”

হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ বলেন, “ঘটনার সঙ্গে জড়িত শাকিলসহ অন্যদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।”

আরও পড়ুন