২৩ অক্টোবর ২০২৫

সৈরাচার মুক্ত দেশে উৎসবমুখর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হবে : লায়ন হেলাল

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন মোঃ হেলাল উদ্দিন বলেছেন, বিগত ১৭ বছর ফ্যাসিস্ট সরকারের আমলে জেল-জুলুম নির্যাতনের কারণে উৎসবমুখর পরিবেশে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে সক্ষম হয়নি। এখন দেশ সৈরাচার আওয়ামী লীগ সরকার মুক্ত হয়েছে। এবার উৎসবমুখর পরিবেশে ঐতিহাসিক প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হবে।

শুক্রবার (২৯ আগস্ট) রাতে উপজেলার চাতরী চৌমুহনী বাজারস্থ বিএনপির কার্যালয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করার লক্ষ্যে আনোয়ারা উপজেলা বিএনপির প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, গণমানুষের দল বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী চট্টগ্রাম দক্ষিণ জেলাসহ সারা বাংলাদেশে উৎসবমুখর পরিবেশে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হবে। এখানকার মূল বার্তা হবে আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষের পক্ষে জনমত গঠন এবং দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা কর্মসূচির পক্ষে মানুষের জনসমর্থন আদায়ের লক্ষ্যে মানুষের কাছে পৌঁছে দেওয়া।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন— জেলা বিএনপির সদস্য মাস্টার রফিক, সরওয়ার হোসেন মাসুদ, জাগির আহমেদ, দিল মোহাম্মদ মনজু, এম. মনসুর উদ্দিন, উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য মোজাম্মেল হক, জামাল উদ্দিন আনসারী, মোঃ কাশেম, মোঃ জাহাঙ্গীর, রফিক ডিলার, মোস্তাক আহমেদ, আবদুল মঈন চৌধুরী ছোটন, ফরিদুল আলম মিল্টন, ইউসুপ মাস্টার, আবদুল হক, মোহররম আলী, ইসমাইল তালুকদার, মোঃ লোকমান, মোঃ লিয়াকত, মোঃ আকতার, মোঃ সাদেক, মোঃ ইদ্রিস, আবু সালেহ, মামুন খান, বিএনপি নেতা নুরুল হুদা, মোঃ নাছির, দিদার, টিপু চৌধুরী, মোজাম্মেল হক, মোঃ ফেরদৌস, ইলিয়াস, দিদার, মোঃ ইউসুপ, শাহজাহান, ছৈয়দ, মিজানসহ আরও অনেকে।

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ৩ সেপ্টেম্বর বিকালে আনোয়ারায় উপজেলা বিএনপির বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন