২৩ অক্টোবর ২০২৫

প্রবাসী স্বামীকে ভিডিও কল দিয়ে স্ত্রীর আত্মহত্যা

চট্টগ্রামের পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের দক্ষিণ হরিণখাইন গ্রামে প্রবাসীর স্ত্রী খুশি আকতার (২২) ভিডিও কলে স্বামীর সঙ্গে কথা বলার পর আত্মহত্যা করেছেন।

শনিবার বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বিকেল সাড়ে ৫টার দিকে পটিয়া হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার কুসুমপুরা ইউনিয়নের হরিণখাইন গ্রামের আবু তাহেরের পুত্র গিয়াস উদ্দিন সাইফু দীর্ঘদিন ওমানে রয়েছেন। প্রায় সময় স্ত্রী খুশি আকতারের সঙ্গে প্রবাসী স্বামী সাইফু ভিডিও কলে কথা বলেন। প্রতিদিনের মত শনিবার বিকেলে স্ত্রীকে ভিডিও কল দেন।

ব্যস্ততার কারনে কথা বলতে পারেনি স্বামী। এ অভিমানে ঘরের ফ্যানের সঙ্গে ঝুলে প্রবাসীর স্ত্রী আত্মহত্যা করে। ভিডিও কলের দৃশ্য স্বামী নিজে দেখে ছোট ভাইয়ের বউকে মোবাইলে ফোন করে বলেন, তার স্ত্রী আত্মহত্যা করতেছে।

এ ফোন পাওয়ার পর দৌড়ে এসে দেখতে পান প্রবাসীর স্ত্রী আত্মহত্যা করে ঝুলে আছে৷ পরে পরিবারের লোকজন উদ্ধার করে পটিয়া হাসপাতালে নিয়ে যায়।

কুসুমপুরা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শওকত আকবর জানান, ভিডিও কলে স্বামীর সঙ্গে ফোনে কথা বলে স্ত্রী আত্মহত্যা করেছে। প্রবাসী অন্য মোবাইলে ভাইয়ের বউকে জানানোর পর আত্মহত্যার বিষয়টি নিশ্চিত হয়।

প্রবাসী সাইফুর দ্বিতীয় স্ত্রী খুশি। ধারণা করা হচ্ছে প্রথম ঘরের স্ত্রীর শিশুদের দ্বিতীয় ঘরের স্ত্রীর কাছে আনার কারণে ঝগড়া সৃষ্টি হতো। এ কারণে আত্মহত্যা করতে পারে।

আরও পড়ুন